তবে থাক যা ছিল
তোর উপহার ।
ডাস্টবিনে সেই-
পরে থাকা খাবার গুলো?
আজ তারাও ভুখ মেটায়
আপার্থিব মরীচিকায় l

তবে থাক তোর
গোপনে যারা-
বেড়ে উঠেছে
ঘন্টার পর ঘন্টা ।
তাদের মুখ কেন
আজ ম্লান l

তবে থাক সব
বিধি নিয়ম ।
থাক ভাতৃবোধ
আর থাক-
সমাজকে কাটার প্রয়াস।
যারা ভেবেছিল
সবার উপর মানুষ শ্রেষ্ঠ...