একটানা দলছুটের মাঝে
আজ নিঃশ্বাসও প্রতিযোগিতায় l
কখনো সিস্টোল ডায়াস্টোলে
আবার কখনো দীর্ঘশ্বাসে
তোমাকে খোঁজার নির্বাক চেষ্টা..
আজো মনের আকাশ শূন্য,
তোমাকে ফেলে আসা
এক নতুন শহরের বুকে -
আজো বেজে ওঠে,
তোমার প্রিয়
গীর্জার ঘন্টা কিংবা
ভোরের শিশির আর
ভেজা ঘাসের সৌন্দর্য l
মনে পড়ে বিনা টিকিটে
ট্রেনে চড়ার মাঝে,
তোমার চান্চল্যতা
আর আমার জন্য বার করা
কিছু সময় ,
তোমার ব্যস্ত জীবন থেকে l