তোমাকে পাব বলে,
অশান্ত মাঝরাতে-
ঝিঁঝিঁদের কান্নায়-
নিশ্চুপ বিপ্লব l
তোমাকে পাব বলে,
তারাদের হাতছানি-
কিংবা চাঁদ ছোঁয়ার চেষ্টায়,
আবার বেজে উঠল অন্দর মহল l
তোমাকে পাব বলে,
কেঁপে উঠল আকাশ,
তবুও যন্ত্রনার পাহাড় ডিঙিয়ে-
উড়ে এলো মেঘরাশি l
তোমাকে পাব বলে
উঠল ধোঁয়া একাকী জানালায়,
হেসে উঠল,হেয় করল,
পরগাছার দল l
যাদের নিজস্বতা নেই ,
তারাও অপমান করল আমাকে l
শুধু তোমাকে পাব বলে ll