অযথা অসহায় নোটিস বোর্ডে,
তোমার ভালোবাসায়
ঝরে পরে অসংখ্য তারা l
ঝরে পরে স্পর্শকাতরতা l
কখনো নীল কেবিনে
তোমার দীপ্তমান ছবি l
শিশির ভেজা মেঠো পথে
অবান্তর স্মৃতি চারনা ....
সঙ্গী গীটারের হাত ধরে
আবার পথচলা l
এক চিলতে রৌদ্র
যখন গায়ে পরে,
তখন স্বাধীন ভাবে
ঝরে পরে ঘাম আর
রক্তস্পন্দনে বেজে ওঠে
তোমার হাসির শব্দ l
আর আমি?
আজকাল সর্বনাশের
ঢেউ খেলাচ্ছি ll