তখন আমি 28 হব তুমি 36.
ভালোবাসার কামর বুকে
দিচ্ছে অহর্নিশ. ।
তুমি তখন তোমার মেয়ের নাচের স্কুলে,
আমি তখন লেখছি চিঠি
প্রেমের আড়ালে,
লেখছি অনেক কথা তবু
দেয়নি দাঁড়ি কমা,
চিঠিটা আজো হয়নি দেওয়া
বুকের কোনে জমা,
অনেক নামে তুমি আছো,
আমার মনের কোনা ।
কখনো বা সৃষ্ট নামে কখনোবা সোনা ।।