শব্দ শুনে স্তব্ধ আর জব্দ করব তোমায় ।
শ্যাওলা মনে ময়লা আজ মিথ্যের স্বপ্ন ভাসাই ।
স্তব্ধ নিসস্তব্ধ রক্তাক্ত আমার হৃদয়
শব্দ তোমার অস্ত্র আজ নষ্ট অতীত বোধহয় ।।
শীতলতম রাতে ,নাম-না-জানা কাব্যে
রাত্রি নামের চুপে, তোমায় পরে মনে ।।
সিস্টোলে আজ নিকটিন ,ফাটল ধরে প্রতিদিন ।
হৃদয় আজ পরাধীন ,তোমায় স্মৃতি খোঁজে ।।
ভস্ব করি স্পর্শ আজ নিঃস্ব ভালোবাসায়
সাস্থ আজ অস্ত তাই ব্যাস্ত কামের নেশায়।
শব্দ বলি স্পষ্ট আজ নষ্ট তোমার ছোঁয়ায় ।
আয়না করে বায়না যেন তোমায় দেখতে চায় ।
ছায়া যদি হয় ললনা , এমন তোমার ছলনা
মাটিতে ফেলনা হৃদয়ের যন্ত্রনা ।
আলোহীন এই সর্বনাশ ,রং হীন ফাঁকা ক্যানভাস ,
ছেড়ে যাওয়া দীর্যশাস উপসংহার হয়ে থাক ।।