সে ভাষায় আমার আধিকার l
যে ভাষায় হত হয়েছিল,
অকথ্য অত্যাচারে সামিল ছিল তারা l
পূর্ব পাকিস্তান l
যেমন গড়ে ওঠে সাহস,
তেমন গরীব গর্ভে জন্ম নেয় তারা l
সে ভাষায় আমার অধিকার ll
যে ভাষায় জন্ম নেন রবীন্দ্রনাথ ,
জন্ম নেন আজ বাঙালি l
জন্ম নেন খেটে খাওয়া
গরীবের দল l
সে ভাষায় আমার অধিকার ll
যেখানে জন্ম নেন নজরুল ইসলাম
বিদ্রোহী করমকান্ডে
আজ গর্বিত বাঙালি l
সে ভাষায় আমার অধিকার ll