ধুসরতায় আজও জীবন যাপন l
হয়তো একান্তই সঙ্গী l
একাধিক আঘাতেও
গলে ওঠে পাথর
তা সেটা মলিন তুলোও-
হোকনা কেন ll
ধীরে ধীরে ক্ষরণ ক্রিয়া বন্ধ l
আজ তা রূপ নিয়েছে যন্ত্রণার l
যে বুকে তোমার বাস,
সেই বুকে হাজার-
কবিতার জন্ম হয়েছিল একদিন l
আজ এই আকাশ রূপ বুকে
তোমায় উড়তে দিলাম l
দিলাম মুক্তি l
আর নৈরাজ্যে পরে থাক,
স্মৃতি মাখা বেদনার
শেষ মুহূর্তগুলি ll