তোমায় লেখা শেষ চিঠিটি,
সময়ের বিড়ম্বনায়-
অসমাপ্তই রয়ে গেলো l
তাই বিবর্তনের মাঝেও
অসম্পূর্ণ আজ রয়ে গেলাম,
এই ‘আমি’ ll
শুধু দ্বিধার কবলে...
নিছু নির্যাসকে আঁকড়ে ধরে
বেঁচে থাকাটা ,
কচুপাতায় জলের মতো l
কেবল দদুল্যমান হাওয়ার ইশারায় l

বৃদ্ধ হাতে আজ অসংখ্য
শীরা উপশীরার ভিড় l
আর মোটা ফ্রেমের চোখটা
পড়ে যায় তোমার শেষ চিঠি l
আকাশের দিকে তাকিয়ে
এক দীর্ঘশ্বাসে বলে উঠি
শুভ জন্মদিন বুড়ি l
আর তোমার হাসিটার অনুভব
জানাই আমার আমিকে ll