অজানা তুমি রাস্তাঘাটে
অচেনা বালির চর l
ট্রাফিক ভীড়ে ব্যস্ত তুমি
আজ বিক্রি তোমার ধর l
পথের পাশে এক লাইনে
করছ তুমি ব্যাবসা l
কামুক বলে বলুক লোকে
পেটটা ভরায় পয়সা l
একমুঠো চাল দিনে শেষে
বৃদ্ধা মায়ের গালি l
সবই আজ সহ্য কর
গায়ে মেখে কালি l
বি কম্ করে ডিগ্ৰীটা আজ
তুলে রেখেছ তাকে l
বাঁদর নাচন যৌবন আজ
বিক্রি হচ্ছে মাঠে l
দুঃখ তোমার ঢাকা থাকে
দামি পাউডার লিপস্টিকে l
বোঝেনা তোমায় অনেকেই আছে
এটাও সমাজ বটে l
তবুও তুমি হাসিমুখে থাক
লুকিয়ে অশ্রুকণা l
জানালা উঁকি বলছে সমাজ
ঘরে বসত করে কয়জনা ?