তুমি না থাকলে বাংলা সিনেমা মাঠেই মারা যেতো,
তুমি না থাকলে বলিউড সব ফুটেজটা একা খেতো।
তুমি না থাকলে ভূতের রাজা দেখাই দিতো না,
তুমি না থাকলে, ফেলুদা কখনও গোয়েন্দা হতো না।
তুমি না থাকল, হীরক রাজা কতনা অত্যাচারী,
তুমি না থাকলে অপু-দূর্গা দেখতো না রেলগাড়ি।
তুমি না থাকলে শঙ্কুর ল্যাবে জমে যেতো কত ধুলো,
তুমি না থাকলে চাপা পড়ে যেতো নতুন স্বপ্ন গুলো।
তুমি না থাকলে 'জলসাঘর'টা বানানোই হতো না,
ক্যামেরার রিলে 'সিকিম'এর কথা জানানোই হতো না।
তুমি না থাকলে বাঙালিকে আর অস্কার দিতো কে?
সেলাম জানাই সত্যজিৎ রায় তোমাকে ।।