একমুঠো স্বপ্নেরর ঝড় ,
পথচলে বিপ্লবীদল -
বৃটিশেরমুখোশ ছিঁড়ে,
মোছালো চোখের জল l
যে ছেলেটা রাস্তা পাশে,
স্বপ্নের ছবি আঁকে,
কত ভিড় পথটি ধরে,
চেয়ে থাকে ডাস্টবিনে l
বৃটিশ আজ নেতারূপী
জনগণ ভরাডুবি l
ছিনিমিনি দেশটা নিয়ে,
দেশ ভাগ হয় বাজেটে l
ট্যাক্স এর নানন বিধি
সব ঢোকে ওই পকেটে l
বিষাক্ত হলো মানুষ ,
নেশা আর পোষাকেতে ,
পোশ মানে ড্রাগের নেশা
স্টাটাস আজ মদ বোতলে l
তবুও আমরা স্বাধীন ,
বলি শুধু বুক ফুলিয়ে .
পাঁচটাকায় একটা করে,
স্বাধীনতা দোকান ঘরে l
দিনটা পার হলে পরে,
তার দাম শূন্য চলে l
শূন্যতা আজো কাঁমরায়
স্বাধীনতা কাকে বলে ?