কন্যা ভ্রূণ হত্যা আজও
বংশ অবরোধের ।
ভয়টা আসল সেটা নয়
ভয়টা ধর্ষকের ।।
একটা কড়ি জন্ম নিল
সমাজ গোড়বে বলে ।
পুড়লো যে মুখ আর্তনাদে
কঠিন তরল গড়লে ।।
ধর্ষণ কারী ঘুরছে আজও
তোমার গলি রাস্তাতে।
ধর্ষিতারা মুক্তি পাবে
ওদের কঠিন শাস্তি তে ।।
এইতো চলে সমাজ কাঠি
চোখের জলে ক্ষত ।
হচ্ছে বড় তোমার মেয়ে
আসিফার মতো ।।
এগিয়ে চলি গর্জে যে বুক
এই পৃথিবীর কুলে ।
হাত দুটো আজ খোল সবাই
হিন্দু মুসলিম ভুলে ।।
গলির মোড়ে রাস্তা ঘাটে
ধর্ষিত যখন বাচ্চা ।
দুরদর্শনে চলতে থাকে
সারে যাহা সে আচ্ছা ।।