মায়ের গোটা আলমারিতে
কত রঙিন শাড়ি ।
লাল নীল সবুজ
আরো অনেক রঙের ।
নেলপলিশ পড়া মায়ের পায়ে
যখন লাল আলতার ছোয়া পায়,
হয়তো ঠিক সেই সময়
আলতার নিজের
রংয়ের উপর গর্ব বোধ করে।
সিঁথির লাল রং স্নানের পর ।
আর বাবার এক একটা ফরমাজ ।
হাসি ঠাট্টা রোজ ।
কিন্তু সময় সোটাতো হাতের বাইরে তাই না ?
শুধু সময় আর সময় ,
অদ্ভুত একটা ভাষা
যা চিরস্থায়ী নয় ।
টিক টিক করে এগিয়ে চলে ....
নিঃস্বাস টুকু হয়তো তখন ছিল ।
শুধু সময় হার মানল আজ ।
মায়ের সব রং পুড়লো কালো ধোঁয়ায় ।
শুধু একটা নিঃস্বাস উড়িয়ে নিয়ে গেল সব রং ।।