শুধু যন্ত্রনাই উপহার থাক
মোহর কবলে -
আজো উড়ছে
লাল গোলাপ পাঁপড়ি l
কখনো আকাশ
ঝাপসা হয়ে আসে ,
আকাশের দোষ নয়
চোখের কুয়াশা
তখন আরো হয় পুরু l
চাঁদে তোমায় খোঁজার
স্বপ্ন আজ রূপকথার
গরম পাতায় l
আজ আরো অন্ধকার
অমাবষ্যার রাত,
আমার বুকে l
রাই তোমার কথায়
আবার কলম ধরলাম
বিদায় জানাতে চাইনা আর ,
শুধু উষ্নতায় বাঁচার আশ্বাসে-
জ্বলছে জীবন ,পুরছে ছাই,
ঠিক সিগারেটের মতন l