তোমার চোখে কাজলে
হয়তো আজো আমার নাম l
জটায়ুর জটায় আজ
বেনীমাধবের গান l
অচেনা পথের অজানা বাউল,
শান্ত নদীর পার l
সব দেখতাম তোমার চোখে
অজানা মাঝির দ্বার l
তুমি যখন হাসতে ,
নীল বালুকায় খেলত-
কত নাম না জানা পাখির দল l
তোমার স্পর্শ এখনো ওরা খোঁজে l
যে পাখিটা ডানায় ছিলনা জোর
সেও ডাকছে আজ পিউ স্বরে ll