বিনিময়ে তো কিছু চাইনি ,
আমার প্রেম তোমার পায়ে ফেল l
অবহেলা বুঝি এমন হয়
উপহার আমার মন জুরে ll
এ ভাবেও আমাকে
না কাঁদালেও পারতে ,
ফিরিয়ে দিতেই শুরুতে ll
আমার আকাশ তোমার মেঘে
বৃষ্টি বুকে জমি মেলেতে l
মেঘ সরিয়ে দাও ছিনিয়ে
মুক্তি আমায় বর্ষা থেকে ll
ভালোবাসা নাইবা পারো দিতে
দাও ভুলে যাবার অধিকার
এই তোমার কাছে শেষ মিনতি আমার ll