যাবার আগে যন্ত্রণায়
পাথরও হয়েছে কোমল l
তবুও কেন ভুলতে পারছিনা l
সময়ের টানাপোড়েম-
কতদিকে সময় দেবে তুমি ?
যে আকাশে উড়ত সাদা ধোঁয়া,
নীল রং গায়ে মেখে l
আজ একলা আকাশও
ফাটছে যন্ত্রণায় l
অনুভূতির আবেগকে
গলাটিপে হত্যার অভিপ্রায় l
বাস্তব আজ সত্য কফিনে
মাছি মেরে চলেছে দিনরাত ll
তোমার জন্যে রাত জাগাটাও
রাতকে অপমান করা মনে হয় ll