পোশাক হয়ে গেল ছোট,
লজ্জা চলে গেল।
রুটি হয়ে গেল পিজ্জা,
শক্তি কমে গেল।
ফুল হয়ে গেল প্লাস্টিকের,
সুগন্ধ চলে গেল।
মুখে লাগলো মেকআপ,
সৌন্দর্য হারিয়ে গেল।
শিক্ষক হয়ে গেল ব্যবসায়ী,
শিক্ষা চলে গেল।
খাবার আসছে হোটেল থেকে,
স্বাস্থ্য চলে গেল।
সিরিয়াল দেখছি টিভি তে,
সংস্কার চলে গেল।
মানুষ হল টাকার গোলাম,
মনুষত্ব্য চলে গেল।
ব্যবসা হয়ে গেল হাইফাই,
সমৃদ্ধি চলে গেল।
তালা হয়ে গেল পাসওয়ার্ড,
সুরক্ষা কমে গেল।
ভক্ত হয়ে গেল স্বার্থপর,
ভগবান ফিরে গেল।
পরিবার হয়ে গেল সোসাল মিডিয়া,
আত্মীয় পর হয়ে গেল।