তুমি সেই অবয়ব যাতে বাঁচে মানব।
তুমি বিক্রিত রাস্তায় ঘাটে,
তুমি অসীম সুযোগ-ভোগের বৈভব
যা ছিল শুরুর দিন আগে,
তুমি মোনালিসা তুমি সেই পূর্বাশা -
যা পুরুষ হৃদয়-আসে।
তুমি বুঝতে কি পারো?
তুমি নয় কারো?
তুমি সন্ধের রসদ
তবু তুমিই জনপদ...!
তুমি সাত পাকে ঘিরে বাঁচো নতুন ঘ্রাণে,
তুমি রাতারাতি থাকো অসহায় ঋণে..!
তুমি স্বপ্ন দ্যাখো এ জাগরণে.....
তুমি অশ্লীল হলেও সভ্য লাক্স সাবানে...!
তুমি জেহাদ করো বেহাত হবে বলে,
তুমি চান্দ্রায়ণী তবু বি.কে পালএ......
তুমি শ্রমজীবি মানুষের স্বপ্ন আসলে
তুমি ছন্দবিতান,
তুমি আরবী উপাখ্যান...
তুমি সরযূ নদী? নাকি সঞ্জীবনী?
নাকি এক পাঞ্চাল রাজার তুমি শ্লীলতাহানি?
তুমি মসনদেও আছো,
তুমি ধর্মতেও বাঁচো!
তুমি তরোয়ালেও ছিলে! তুমি বিশ্বাসএও বাঁচো...!
তুমি আজও প্রতিক্ষায়
জনমতের সমীক্ষায়,
তুমি বিত্তের আড়ালে-
ক্ষমতা আসলে....!-
থাকো শোষনের প্রতিক্ষায়.....।: