আগুন্তুক চাঁদের আলোয়
হঠাৎ অতিথির আগমন l
আস্তে করে পাশে বসে,
আমি তখন নদীর ধারে l
ঠান্ডা হাওয়া চুমু খাচ্ছিল
আমার দাঁড়ি যুক্ত গালে l
চোখটা বন্ধ করতেই
অতিথি হেসে উঠল l
চোখ খুললাম,
আবার হাসল সে
আর তার নাম বললো যন্ত্রণা l
শুরু হলো প্রথাগত জাবর কাটা l
ধীরে ধীরে বাড়তে থাকল তারা,
এক থেকে দুই কিংবা আরো বেশি ...
জমতে থাকল পাহাড় l
আর ভিড় জমতে থাকলো
আগের মতো l
এখনো যা বর্তমান ll