যন্ত্রনায় ফাঁটছে আকাশ,
কষ্টের সাগরে তখন -
সবে উঠেছে জোঁয়ার l
হাজার ভীরে অচেনায়
অবুঝ মন তখন...
ভাটার টানে ll
একাকী ভালো তবে...
হয়তো এমনটাও নয় l
কান্নাচাপা বুকের ভেতর
তখন হঠকারিতায় গর্জে উঠল -
কারোর কথা ভেবে l
হয়তো একা থাকাটাই,
আজ বড় একা হয়ে পরেছে ll
http://youtu.be/SBaFu6x-Eck
(আমার গানের লিংক )