জীবন তুমি নশ্বর তবু
ঈশ্বর হলেনা l
জীবনের সব দায়ভার গুলো
ইতিহাস হলো না l
পোঁড়া কাঠ যদি জ্বলতো আবার
তারুণ্যর মতো l
আড় চোখে অযথায়
তা বাস্তব হলো না l
ক্ষনিকের সব স্বপ্ন আজ
ভাসছে আগুন জলেl
কখনো পিঠ দেওয়াল ঠেকে
আগাম পরিকল্পনায় l
সংযত দিন রাত্রি খোঁজে
আলতো ঠোঁটের কোনায় l
বিষাক্ত তার দংশন ক্রিয়া
চলছে অযোথায় l
অধ্যায় শেষে রাস্তা পাশে
একলা জীবন যায় l
সংবিধান আজ বাধ্যতা মূলক
আগামী ডাকছে আয় l