( এটা কোন আক্রমন নয় ..
কিছু লোকের ধারনা আজ আমি বললাম আমারমত)

রাজা = ওহে মন্ত্রী কেমন হল বিহার নির্বাচনের ফল?

মন্ত্রী = মহারাজ, ল্যাজে গোবরে রাম ভক্তের দল।

রাজা = শান্তিপূর্ন হয়েছিল তো ভোট!

মন্ত্রী = আজ্ঞে বিপক্ষে ছিলো যে মহাজোট।

রাজা = নিশ্চয়ই বিহারে ডিজিটাল হয়নি চালু!

মন্ত্রী = মহারাজ প্রতিপক্ষ যে নীতিশ আর লালু।

রাজা = অনেক জায়গায় নাকি খুলতে পারেনি খাতা!

মন্ত্রী = আজ্ঞে আদবানী সহ প্রবীণরা বলছেন যা-তা।

বিদুষক = মহারাজ রক্ষা করেনি বোধহয় স্বয়ং গো-মাতা।

রাজা = এর পরেও কি ধর্মের বীজ ঢোকাবে মানুষের কানে!

বিদুষক = বিহারে ফাটছে বাজী নয়কো পাকিস্তানে।

রাজা = কেরলের কি হাল?

মন্ত্রী = আজ্ঞে ওটাতো লালে লাল।

রাজা = বুঝেছি সব ব্যাটা দেশদ্রোহীদের চাল, সবাই মিলে জোট বেঁধে আমার হাল করবে বেহাল!ঠিক কিনা?

পরিষদ = ঠিক ঠিক ঠিক

রাজা = মন্ত্রী।। তা রানী কি দিয়েছেন এবারে উন্নয়নে মন!

মন্ত্রী = আজ্ঞে উনিতো ব্যস্ত সর্বক্ষন, দুর্গার পর কালির প্যান্ডেল করছেন উদ্বোধন।

রাজা = কোচবিহারের SI নাকি দুষ্কৃতিদের গুলিতে মৃত?

মন্ত্রী = মহারাজ রোজই কতো লোক মরে, খবর রাখা যায় কি অতো!

রাজা = বীরভূমের বিচারকের উপর হয়েছে নাকি জুলুম!

মন্ত্রী = মহারাজ উনি চাঁদা না দিয়েই চলে যাচ্ছিলেন বেমালুম।

রাজা = এ কি করে হয়! রানীর রাজ্যে তোলা দেবেনা চাঁদা দেবেনা এটা ঠিক নয়।ঠিক কিনা?

পরিষদ = ঠিক ঠিক ঠিক

রাজা = ওহে গবেষক, তোমারও কি আতসবাজীর সখ?

গবেষক = তা আছে বইকি, নইলে আর কইকি।

রাজা = ফুলঝুরি, চরকি, রং মশাল, হাওয়াই কি আছে তোমার কাছে?

গবেষক = আজ্ঞে সবই আছে, রানীর উৎসব যেন মাটি না হয় পাছে।

রাজা = শব্দ বাজী নাই তোমার গবেষণাগারে!

গবেষক = না মহারাজ, ওটা তো কেষ্টা তৈরী করে।

রাজা = কেমন জ্বলে রং মশাল?

গবেষক = সবুজ জ্বলতে জ্বলতে হটাৎ গেরুয়া, এটা স্পেশাল মাল।

রাজা = চরকি কেমন ঘুরবে? হাওয়াই কেমন উড়বে?

গবেষক = চরকি উন্নয়নের ধারার মতন ঘুরবে, আর হাওয়াই ফেটে আকাশ থেকে শিলান্যাসের শিল পড়বে।

রাজা = তবে কি ফুলঝুরির রং লাল?

গবেষক = মোটেই না, রানীর রাজ্যে লাল বানাবে কোন হরিদাশ পাল