হয়তো আমার জন্য
এই পৃথিবী নয় l
নিজেকে সরাতে সরাতে
আজ এক বিন্দুতে-
পৃথিবীর শেষ প্রান্তে l
পৃথিবীটা আমার মত নয়
ঠিক যেমনটা আমি ll
ঠিকানা আজ হারাতে বসেছি,
নাম না জানা পাখির মত l
চাওয়াটা এখন অপ্রাসঙ্গিক
চাইযে কি তা নিজেরও অজানা l
পৃথিবীটা আমার জন্য নয়-
বলে নিজেই একটা পৃথিবী
বানিয়ে নিলাম l
আমার ঘরের চার
দেওয়ালের ভেতর ll