কিছু সত্য না বলাই ভালো , সত্য অনেকের হজম হয়না l তাই সততার অভাব l সত্যনিষ্ঠ সত্যবাদী এখন বিলুপ্ত প্রায় l আইনের চোখে যেমন কালো কাপড় তেমনি কালো চশমার আড়ালে সাধারন মানুষের জীবন l কখনো ট্রাম বাসের আঘাতে, আবার কখনো ক্লান্ত প্ল্যাটফর্মে ঘুমন্ত শিশুর মতো l সত্য তবে কি এটাই ? রূপ বদল করা ? এটা তবে ঠিকই মরা মানুষ রেখে দিলে পচা গন্ধ ছড়ায় আর জীবিত থাকলেই গিরগিটি l তাও সবাই সব কিছু জানে l ঠিক এমন বলাটা মনেহয় ঠিক হবে কারন যারা খেলে তাদের খেলোয়ার বলে আর যারা আমার মতো এত সব জানে তাদের ......?
কবিতাটি ৩৭৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১৫/১০/২০১৫, ১৫:১৪ মি: