অনেকদিন আগে এখানে একটাকবিতা লেখে ছিলাম
, আর বলেছিলাম এই লেখাটা গান করলে ভালো হতো ,
তখন আপনারা আমাকে অনেক সাহস দিয়েছিলেন |
তাই আজ কোন কবিতা নয় বয়ং আগের একটাকবিতার
এলবাম বার করেছি আর যাঁরা তখন আমার গান শোনার
আগ্ৰহ প্রকাশ করেছিলেন তাদের এবং সবার জন্য এই লিংটা দিলাম শুনে বলবেন কেমন হলো ?
এখানে যে সুরটা আছে সেটা আমার দেওয়া
কবিতা আমার সেটা আপনারা জানেন
আর গানটাও আমি কনেছি |
যদি লিংটা না বুঝতে পারেন তাহলে Www.youtube.com এ গিয়ে Surch ওপসানে গিয়ে এই লিংটা পেস্ট করুন দেখতে পাবেন ,
আমি আপনাদের ভালো আর খারাপ মন্তব্যের জন্য অপেক্ষা করব | ধন্যবাদ |
http://youtu.be/baBQOyec0Bo