তুমি আসবে বলে ,
আগামী ডেকেছে বারোয়ারি রাস্তায়,
প্রসাধন হীন সমাজ কেঁদেছে,
একই অবস্থায় l
তবুও ফুটপাত মানুষের ভিড়
আগাছা জঞ্জাল l
ভাঙে তরঙ্গ হয়ে আতঙ্ক
চাঁদের পাহাড় l
তুমি আসবে বলে ll
তুমি আসবে বলে ,
জীবন বায়ু এখনো অক্ষত l
জলেতে জীবন ধানে করি ধ্যান
আগেরই মত l
বিচিত্র আজ বৈচিত্রে
বলনা কোথায় যাই l
সমাজের বাস তবু বারোমাস
দশমী ডাকছে আয় l
তুমি আসবে বলে ll