গভীরতায় মনত্রাস ,
প্রেরনা তাই বুকের পাঁজর l
নিথরতায় নির্বাসিত,
জ্বলন্ত সমাধি,
আর্তনাদে ডাকছে সকাল l
নিশ্বর দেহ ঈশ্বর হাতে,
সিগারেট তবু জ্বলছে দেখ l
নিকটিন তাই অন্দর মহলে,
তবুও বেঢপ্ স্বপ্ন মাঝে-
একান্তরে তুমি l
ভালোলাগেনা এই মিথ্যা প্রেমে,
ডাকে শৈশবের হাতছানি ll