অনেক দূরে হাত বাড়ালে
পাহাড় ডাকছে আয়,
ইচ্ছেরা তাই ডানা মেলে
দূর সীমানায় l
অবুঝ মণের সবুজ ভাবনায়
দাঁড়িয়ে থাকা জল,
নীল দিগন্ত ডাক পাঠালো
অন্য কোথাও চল l
প্রেমের বড়শি হয়তো পড়শী,
ছিপের ডগায় কল l
অজুহাতে অসাবধানে
মনে আস্তাবল l
সংশয়ে তাই সংযত যেন
দশটা বছর পরে l
ছরাচ্ছি তাই ব্লিচিং পাউডার
তোমার ক্যরেক্টারে ll