যখন গোধূলির আলো,
হেঁটে চলেছে মায়া ভরা রাস্তায় l
নির্বাক হৃদয়ে -
নির্বাসিত এক জনই, আমি l
স্পর্শের অনুভূতিতে-
যখন ঘুমন্ত ঘাসে,
নিশ্চুপে গুটি গুটি পায়ে-
হেঁটে চলে আগুন l
তখন ধোঁয়া দেখা যায়
আগুন নয় l
অসহায় নোটিশ বোর্ডটা,
যখন দুলে ওঠে ,
প্রচন্ড ঝড়ের আদলে l
তখন সেই নিষ্পাপ হাতের ছোঁয়ায়-
মাথা চাড়া দিয়ে ওঠে,
হলুদ বর্ণের ঘাসগুলো l
আমারই মত ll