স্বাধীনতা আজ গলির মোরে
বাজারি কেন শিক্ষা l
কতো বিপ্লব রাস্তাপাশে
করছে বসে ভিক্ষা l
একদিন তারা স্বপ্নদেখে
উঠেছিল যেন জেগে l
স্বাধীন মাতার সন্তান হয়ে
মুক্ত শৃঙ্খলে l
বিদেশী তাই বিলেত গেলও,
লেজটা আছি ধরে l
ড্রাগের নেশা সর্বনাশা
বলুকনা বাংরেজিতে l
স্বাধীনতা আজ শাসক মূলক
বুঝিনা কে খাঁটি l
"আসলে সবাই সবার পেছনেতে-
সবার হাতেই কাঠি " ll