সময় বয়ে যাচ্ছে দিন,
আসবে কবে সেই সুদিন l
রাত্রি ভেঙ্গে চৌচির ,
বিক্ষিপ্ত ধর্ম প্রাচীর l
সঙ্গ শুধু একক রাত্রি ,
পারিবারিক নয় সহযাত্রি l
ঘাত প্রতিঘাত প্রতিদিন ll
একদিন হবে সেই আপস,
বিভৎস্য হবে সেই মুখোশ l
জ্বলবে নীল দমকলে,
পরিপাটি শোক মিছিলে l
জ্বলবে সময় অনুপাতে,
প্রতিবাদ আজ মোমবাতিতে l
এই চলে প্রতিদিন ll
তবুও কাজ খবর পাতায়,
অপুষ্টি আজ গান গেয়ে যায় l
ব্যস্ত শহর দেখে সবই,
চোখের সামনে ভরাডুবি l
রাত জোনাকী হয়তো বোধ হয়,
বেচে থাকার স্বপ্ন দেখায় l
মানুষ এখন হয়েছে মেশিন ll