দিনশেষে রাত আসে,
দিন আসে রাত যায় l
জোর করে মন তাকে
ধরে রাখি খাতায় l
অংক বা জ্যমিতি
ইতিহাসে পরিণতি l
ভুগোলেতে গোল
বলে সব হরিবল ll
তাই, এ ফর অ্যপেল
বিফর বল l
ভালো করে না হলে
পিঠে কিল চর l
সি ফর ক্যাট
আর ডি ফর ডগি l
বাপ্ ডাক উঠে গেলে
সব বলে ভাগি ll
রাত খাওয়া শেষ পাতে
ইসকুলে চাপ l
লাগেনা ভালো আর
এই পড়াশোনাটা l
কিযে করে ছিলাম পাপ ll
তবু পড়া দিনরাত
ছুটি নেই আর l
কত ভালো পাখি রা
নেই পড়া নেই লেখা
উড়া তেপান্তর পার ll