গান্ধীজী ছিলেন
অহিংসা বাদী
টাকার গদিতে যার নাম l
আজ সেই টাকা নিয়ে
চলছে হিংসা
অবিকল অবিরাম l
টাকা মাটি মাটি টাকা
কেবা বলে আজ
যদি টাকা থাকে পকেটেতে l
কিনতে পাবে তুমি
মাটি বা জমি
সহজাত মূল্যেতে l
আজ টাকা চারিদিকে
বড় বড় ইমারত
কারো উপাধি সরকার l
আধপেটা খেয়ে থাকা
ভাঙা বাড়ি যার আছে
তাদেরেতো একি দরকার l
ভাবি বসে চুপি চুপি
হচ্ছে এটাকি
খুঁজে দেখি আতিপাতি l
সিদ্ধান্ত শুধু চোখ বুজে
বলা যায়
ধ্বনি গরীব দুই জাতি ll