দিনরাত রাত দিন
চলে শুধু মেলা l
জাতি নিয়ে চলে শুধু
ফুটবল খেলা l
কে বড় কেবা ছোট
এই নিয়ে দিন l
জোটে শুধু শেষ পাতে
আগুন কফিন l
হেসে বলে জয় শুধু
আপন প্রয়াসে l
আহা কি আনন্দ আকাশে বাতাসে ll
আমি পাগল তুমি পাগল
পাগল সে রাজা l
জনতা নাকি আজ
বাদাম ভাজা l
খোসা ছেড়ে ফুঁ দিলে
সলিড জিনিস l
রঙিন সে ছোট কাগজ
অমৃত না বিষ l
হাসি পায় উল্লাসে
বলি শুধু হেসে l
আহা কি আনন্দ আকাশে বাতাসে ll