তোরা যুদ্ধ করে
করবি কি তা বল ?
এপার বাংলা ওপার বাংলা
মধ্যিখানে পিলার লম্বা l
ওরাও মানুষ আমরাও মানুষ
রক্তের সমতল l
তোরা যুদ্ধ করে করবি কি তা বল ?
এপারেতে সর্ব সুখে
ওপারে যায় প্রানটি ভরে l
ওপার এপার পরস্পরে
যুদ্ধে অমঙ্গল l
তোরা যুদ্ধ করে করবি কি তা বল ?
লাল রক্ত দুটি দেহে
পোষাক আশাখ কে দেখে হে l
কেউ ডাকে আল্লাহ বলে
কেউ ভগবান l
তোরা যুদ্ধ করে করবি কি তা বল?
যদি একই মায়ের সন্তান হত,
তাহলেকি এমন হত ?
তুই রাখ মাথা দেহ
আমি পদতল l
তোরা যুদ্ধ করে করবি কি তা বল ?
রাজা করেন তম্বিতম্ভা
মন্ত্রী মশাই কিসে কম্বা l
রাজ্য ভেঙে অস্টরম্ভা
তাতে কি লাভ বল l
তোরা যুদ্ধ করে করবি কি তা বল ?