সংকোচ ছিল না ,
তবে...........
মরুরাত্রি চোখে দেখেছি-
জলে আগুনকে জ্বলতে l
চোখের সামনে এতকাল-
অসমাপ্তই ছিলে l
সূর্যের সামনে যেতে ,
ভয় লাগত তখন l
যদি সমস্ত জল শুষে নেয় ?
তবে.............
আগুনকে আর ভয় পাইনা l
যা উপহার ছিল,
এই পিশাচ হৃৎপিন্ডের l
মরু অন্ধকারে স্নান -
করে চলেছি প্রকাশ্য ঝর্নায় l
না, নিশাচর আমি নই ll