অবুঝ সে পেনসিল
লিখে যায় দিনরাত l
কিছু প্রেম কোলাহল
মৃত্যু বা অপঘাত l
বাজিরেখে জীবন আজ
উঁকি মারে আকাশে l
নেই দেখা মেঘরাশি
দেখি মুখ ফ্যাকাশে l
রাতদিন কলোতান
ট্ৰাফিকেতে ভিড় l
বড় গাড়ি দেখে তার
পেটে পরে খিল l
কলম সে একই থাকে
কালির বদল l
নীল লাল সবুজের
কলম দখল l
ভাবনাতে পরে থাকা
অনেক কথা l
কাঁদে শুধু একা একা
ইতিহাস পাতা l
বাস্তব আজ যেন
কাল ইতিহাস l
পুনরাবৃত্তি আজ
সময় অবকাশ l
তবু আজ দিনরাত
কথা করে খেলা l
কলম সে একই থাকে
ব্যর্থ সেই খাতা l