তখন মধ্য রাত l
শান্ত শহরের বুকে -
ক্লান্ত মানুষের ভিড় ,
এখন অনেক কম l
কিছুটা অন্ধকার গলির -
ভাঁজে ভাঁজে শোনা যাচ্ছিল
কুকুরের ডাক l
ডাস্টবিনের খাবার নিয়ে,
শুরু প্রথাগত ঝগড়া l
পার্থক্য শুধু সূর্য ডুবলে ...
নিশিরাতের গন্ধ মেখে,
দিব্বি গান করে চলেছে
ঝিঁ ঝিঁ দের দল l
জোনাকির মৃদু আলো,
বুঝিয়ে দিল বৃষ্টি আসছে l
বিদ্যুৎ এর আলোয়
হয়তো তোমার মুখ দেখলাম l
সত্যি "তুমি" ছাড়া কবিতা,
কবিতা হয়ে ওঠেনা ll