পুচুকে তখন খুব ভালোবাসতাম l
যখন সন্দেহের তীর-
ভেদ করল আমার জানালায় ,
তখন কড়িকাঠের দিকে -
তাকাতেই বৃষ্টি শুরু হল l
ভিজে গেল মন l
কংক্রিট দেওয়ালের গায়ে,
ঠিকড়ে পরছিল জলের বিন্দু l
আজ অনেক দিন পর,
বিন্দুতে সিন্ধুর দর্শন পেলাম l
আর দেখলাম....
শূন্যের ভিতর আর এক শূন্যতাকে ll