সেই চোখে কাজল ছিলাম একদিন l
যে চোখে যৌবন দেখেছিলাম l
জবাই এর আগে প্রেম নাকি-
হয়ে ওঠে জ্বলন্ত প্রদীপ l
কিন্তু দূরত্ব তবুও-
ভোলায়না আপন জনকে l
দূর থেকে আরো দূরে l
চুম্বকের দৃষ্টি আকর্ষন ,
এখন তা আয়ত্বের বাইরে l
মানবিক টান আর স্পর্শের অনুভূতি ,
তার থেকেও এখন বঞ্চিত l
তবে কি শুধু স্মৃতির যন্ত্রনাই সঙ্গী ?
না তার চেয়ে আরো বড় কিছু ?