আজ আবার বৃষ্টি হবে,
জ্বলবে পাতার নিঃশ্বাস l
কখন যেন মাতাল বাতাস
ফেলবে দীর্ঘশ্বাস l
নদীর বুকে জল তরঙ্গ ,
মারছে বোধ হয় উঁকি l
সব যেনে আজ আকাশ কেন,
নীল আবার ঝুঁকি ?
সাদা মেঘে পাল তুলে যায়
অসংখ্য জলকণা l
জানলা পাশে আকাশ দেখি
মন হয় আনমনা l
তবুও আকাশ নিয়েছে আজ
কৃষ্ণ বর্ণ কালো l
হাওয়ার ছোবল গাছের উপর,
লাগছে ভীষণ ভালো l
হাতটি বাড়াই তোমায় ছোঁব ,
অনেক দিন পরে l
কালো আকাশ,ঠান্ডা হাওয়া
কিন্তু বৃষ্টি হবে কবে ?