নির্জন গলির মোরে
একা ছিলিস তুই,
হয়তো কারোর অপেক্ষা l
বাতাস কথা বলছিল-
তোর চুলের গোঁড়া থেকে
আগা পর্যন্ত l
তখন আঙ্গুলের ফাঁকে-
সিগারেটটা জ্বলে আছে l
আমার সেই ছোট্টো জিজ্ঞাসা
" ভালো আছিস তো? "
বলতে পারলাম না l
তোর মাথার লাল সিঁথি দেখে l
ভেতরের আকাশ তখন-
খুঁজছিল অভ্রান্ত মরিচিকাকে l
তবুও আজো তোর অপেক্ষায় রাই -
অচেনা অজানা গলির পাশে l
আর সিগারেট ?
জ্বলছিল আমার বুকের ভেতর l
তা তো জ্বলবেই ..
আর ধোঁয়া গুলো উড়বে l