জীবন যেন হারায় কোথায় ,
অজানা কোন সন্ধ্যায় l
বাক্সবন্দি বিকেল আজো,
তোমার অপেক্ষায় l
চলেযাওয়া কিছু সময়-
হাতে আর নেই কিছু l
স্মৃতিভ্রস্ট জীবন কেন,
ডাকছে আমায় পিছু l
জীবন তরি টলমলে আজ,
ভাসাই তরি কোথায় ?
নোনা ধরা দাঁড়গুলো তাই,
চলছে নর্দমায় l
সবই কেমন ওলট পালট,
খুঁড়োখুঁড়ির কল l
জীবন তরি ডুবল সেথায়,
যেথায় অল্প ছিল জল ll