জ্বলছে কেন পাতার শব্দ ?
দুলছে আলোর বেগ l
বৃষ্টি ফোটায় নাচছে শাখায়
বজ্র ভীষণ বেগ l
কালো মেখে মেঘবালিকা
ভিজছে কেন আবার l
শব্দ মুখর বৃষ্টি আজি
ভাঙ্গলো এপার ওপার l
তবুও কেন আছো বসে
জলের শব্দে একা ?
ভাঙ্গছে আকাশ পরছে শিলা
নাচছে গাছের পাতা l
শিহরন আজ জাগছে বুকে
হলুদ ডায়ারীর খাতা ,
সময় তবু ঘড়ির কাঁটায়
কিন্তু কোথায় মেঘবালিকা?