আমার ঘর থাকে অন্ধকারে,
অন্য ঘরে ইনভার্টার চলে l
অন্য ঘরে ঝলোমলো,
আমার ঘরে নাই আলো,
পকেট হাতায় দেখি -
কোন কানাকড়িঁ নাই l
ওরে ভাইরে ভাইরে...
কতই রঙ্গ দেখব দুনিয়ায় l
দেখ আমি চলি দুইটি পায়ের ভরে,
অন্যরা সব এম্ব্যাসেডার চলে l
ওদের আসবাবের রকম বাহার,
আমার পেটে নাই আহার l
নুন আনতে পান্তা ফুরায় যায়রে,
ওরে ভাইরে ভাইরে...
কতই রঙ্গ দেখব দুনিয়ায় ll