মনের আকাশে চাঁদ নামে,
পাখীরা ঘরে ফিরে যায় l
মন কোনে মেঘ জমে রয় l
পুরোনো সময় আবার আসে,
স্মৃতি কাঁদে পাশবালিশে l
একটা তারায় নোনতা দেওয়াল,
এই বিষাক্ত সন্ধ্যায় l
মন কোনে মেঘ জমে রয় l
আসবে সেইদিন আসবে কবে,
শ্যাওলা ধরা বিছানার l
মন কোনে মেঘ জমে রয় ll