বৃষ্টির পালকে দৃষ্টি খোঁজো
সৃষ্টি নতুন মেঘের l
অজানা এক গলির বাঁকে
আজো নতুন সময়ের l
অশ্রুবিভোরে সময়টুকু
অজস্ৰ নেই তারা l
মেঘের ওজন কমছে আজও
একাকী সঙ্গ ছারা l
কার্নিশ আজো দুলছে দেখ
অসময়ের ফাঁক l
নদীর বুকে জলে স্রোতে
জলপরীদের ডাক l
সিক্ত শরীর ক্লান্ত হয়
চিলেকোঠায় যখন l
বৃষ্টি তখন ঝরলো আবার
উচাটনে এ মন l
আজো কেন দুঃখ গুলো
স্বপ্ন পূরীতে l
তরঙ্গ দেখ ভাসছে কেন
হৃদয়ের নদীতে ll