যখন শূন্যতা হাতছানি দেয়
আমি তখন একাকী l
নীল আকাশে একটা ঘরে
মেঘেদের উড়ো চিঠি l
তোমার কথায় মেঘবালিকা
শূন্যে দেয় পারি l
শূন্যতা আজ হাতের মুঠোয়
জানো? আমিও উড়তে পারি l

উড়ছি আজ আঁকড়ে আকাশ-
মেঘবালিকা উধাও l
স্বপ্ন মাখা বালিশেতে আজ
দিচ্ছে ঘুম কোথাও l

আমার ব্যাকুল চিত্তে আজি
কবিগুরুর দখল l
ছিন্নবীনা দস্যু দানব,
দিচ্ছে মেঘে টহল l
চমকে উঠি কাঁপিয়ে দেহ
বদ্ধ কেন আমি ?
দেখলাম সে সমর নহে
চাদর লিপ্ট আমি l

তবেকি সব স্বপ্ন ছিল?
তবেকি আবার একা ?
জানালার পাশে আকাশটা দেখি,
কিন্তু কোথায় মেঘবালিকা ?